ঝালকাঠিতে গাড়িতে আগুন: বিএনপির ২০ নেতাকর্মীর বিচার শুরু

ঝালকাঠিতে গাড়ি পোড়ানোর মামলায় জেলা বিএনপির সাধারণসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 11:51 AM
Updated : 30 July 2017, 11:51 AM

রোববার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মান্নান বলেন, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠি এলাকায় একটি ম্যাজিক গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

“মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ইদ্রিস আলী মৃধা ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নতুন করে দুজনের নাম যোগ করে মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।”

আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য আদালত পরবর্তী দিন ঠিক করেছে বলে জানান তিনি।