সাপাহার সীমান্তের ওপারে বাংলাদেশি কিশোর আটক

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ওপারে এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 07:36 AM
Updated : 30 July 2017, 07:36 AM

রোববার ভোরে আব্দুস সামাদ বাবু (১৫) নামের ছেলেটিকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।  

আব্দুস সামাদ সাপাহার উপজেলার বলদিয়াঘাট গ্রামের রহমত আলীর ছেলে।

এ নিয়ে গত দুই সপ্তাহে এ সীমান্ত এলাকা থেকে নয় বাংলাদেশীকে আটক করল বিএসএফ।

নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নের খিজির খান জানান, শনিবার গভীর রাতে আরও কয়েকজনের সঙ্গে আব্দুস সামাদ কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন।

“রোববার ভোরে তারা গরু নিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে ৬০ বিএসএফ পান্নাপুর ক্যাম্পের টহল দল তাদেরকে ধাওয়া করে।

“এ সময় অন্যরা পালিয়ে গেলেও আব্দুস সামাদ বিএসএফ-এর হাতে ধরা পড়েন।”

তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে। তবে বিএসএফ এখনও সাড়া দেয়নি বলে জানান কর্নেল খিজির খান।

গত দুই সপ্তাহে এ সীমান্ত এলাকা থেকে নয় জন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে বলে বিজিবি জানিয়েছে।