নরসিংদীতে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয় জন রয়েছেন ট্যাটাবিদ্ধ। 

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 11:00 AM
Updated : 28 July 2017, 12:36 PM

দুর্গম চর এলাকা মির্জারচর ইউনিয়নের মির্জারচর বাজারে শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ট্যাটাবিদ্ধ হান্নান মিয়া (৩৫), জিয়াউর রহমান (৩৫) ও শাহ আলমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ট্যাটাবিদ্ধ অপর তিনজন লিল মিয়া (৬০), আঙ্গুর মিয়া (৫০) ও জামান মিয়াসহ (২৭) বাকিদের নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মির্জারচর ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষ ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“এর জেরে শুক্রবার সকালে মির্জারচর বাজারে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বাধে। স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।”

উভয়পক্ষই ট্যাটা, বল্লম, লাঠিসহ দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানান ওসি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, গত ইউপি নির্বাচনে ফারুক মিয়া ও মানিক মিয়া চেয়ারম্যান প্রার্থী হন। মানিক মিয়া নির্বাচিত হওয়ার পর থেকে এ দুজনের সমর্থকদের বিরোধ তুঙ্গে ওঠে।