শরীয়তপুরে ‘সাপের কামড়ে’ মৃত্যু, গ্রামে আতঙ্ক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ‘সাপের কামড়ে’ একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 08:44 AM
Updated : 28 July 2017, 09:27 AM

সখীপুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ জানান, চরভাগা ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বৃহস্পতিবার বিকালে এক নারীর মৃত্যুর পর থেকে সেখানকার লোকেরা সাপের আতঙ্কে ভুগছে।

নিহত লিপি আক্তার (৩৫) ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিশেষ অসুস্থ কাউকে পাওয়া যায়নি। কাউকে হাসপাতালেও পাঠানো হয়নি বলে জানান ওসি।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে লিপি আক্তার রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় মাটিতে পা দেবে গেলে সেখান থেকে একটি সাপ বের হয়ে তার বাঁ পায়ে কামড় দেয়।

“আমি তার পা রশি দিয়ে বেঁধে বাচ্চু ওঝাকে ডেকে আনি। পরে তাকে চাদঁপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এদিকে লিপিকে দেখতে আসা স্থানীয় হাকিম আলী, ইউনুস আলী, তাছলিমা, ফজল হাওলাদার, উজ্জ্বল, নাজমুল, স্বপন, আফসানা, আল আমিন, শরীফ মিয়াসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে জানান রুহুল আমিন।

তিনি বলেন, অসুস্থরা বমি বমি ভাব ও মাথায় ঝিমধরা অনুভব করছেন।