শরীয়তপুর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

শরীয়তপুর স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক দুটি আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 12:16 PM
Updated : 27 July 2017, 12:16 PM

একটি শোভাযাত্রা বৃহস্পতিবার বেলা ১১টায় শরীয়তপুর শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আবার শহীদ মিনারে ফিরে আলোচনা সভায় অংশ নেয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এনামূল হক মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও সাবেক সভাপতি আ. রব মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. সালাম হাওলাদার, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, আজিজুল হক পাহাড়, সাখাওয়াত হোসেন হাওলাদার, তাজুল ইসলাম সরকার, এনামূল হক বেপারী, জামাল ফকির, ফরহাদ খান উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাদবরের নেতৃত্বে আলাদা একটি শোভাযাত্রা হয়েছে।

এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষে হয়। সেখানে পথসভা হয়।

এতে আবদুস ছামাদ তালুকদার, আনিসুর রহমান, মতিউর রহমান মুন্সী, মোতাহার দেওয়ান, মোশারফ তালুকদার, মোতাহার হোসেন শেখ, শাহাদাত দেওয়ান, ইকবাল মাদবর, আ. সালাম মাদবর ছিলেন।

এ সময় জসিম মাদবর বলেন, “রাজনৈতিক গ্রুপের কারণে আমাদের আলাদা অনুষ্ঠান করতে হয়েছে।”

তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম বলেছেন, “আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই।”