আদালতের নির্দেশে নীলফামারীতে কবর থেকে লাশ উত্তোলন

নীলফামারীর জলঢাকায় ছেলের দায়ের করা মামলায় ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে এক মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ তোলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 12:10 PM
Updated : 27 July 2017, 12:10 PM

বৃহস্পতিবার দুপুরে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধানের উপস্থিতিতে আমিনুর রহমানের (৫৫) লাশ উত্তোলন করা হয়।

আমিনুরের বাড়ি ওই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়ার এলাকায়।

আমিনুরের ছেলে তহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ২৬ জুন রাতে তার বড় চাচা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা খবারে কীটনাশক মিশিয়ে এবং গলা টিপে তার বাবাকে হত্যা করেন।

“পরের দিন সকালে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুকুম আলীর সহযোগিতায় তাড়াহুড়ো তার বাবার লাশ দাফন করা হয়।”

এ ঘটনায় বড় চাচাসহ ১৫ জনকে আসামি করে গত ৯ জুলাই আদালতে মামলা করেন বলে তহিদুল জানান।

লাশ নীলফামারী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি মোস্তাফিজুর জানান।