ফেনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 02:29 PM
Updated : 25 July 2017, 02:30 PM

মঙ্গলবার উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।

নিহত খায়রুন নাহার পিনু (২২) উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী গ্রামের টেন্ডল বাড়ির মাঈন উদ্দিনের স্ত্রী।

এ ঘটনার পর মাঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

ওসি হুমায়ুন কবির বলেন, সোমবার রাতে স্ত্রী খায়রুন নাহার পিনুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মাঈন উদ্দিন। ঘটনার পর পিনু অসুস্থ্ বলে শ্বশুর বাড়িতে খবর পাঠিয়ে ঘরে লাশ রেখে পরিবারের লোকজনসহ পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল পাঠায়।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।”