চুয়াডাঙ্গায় জোড়া লাগা শিশুর জন্ম

চুয়াডাঙ্গা শহরে এক নারী জোড়া লাগা জমজ শিশুর জন্ম দিয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 11:39 AM
Updated : 24 July 2017, 11:39 AM

শহরের উপশম নার্সিং হোমে রোববার রাতে জোড়া লাগানো জমজ মেয়ের জন্ম দেন রেল কলোনির অটোচালক মামুন হোসেন অনিকের স্ত্রী সাথী আক্তার চিন্তা।

নার্সিং হোমের গাইনি চিকিৎসক জিন্নাতুল আরা বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া জোড়া লাগা জমজ শিশু ও তাদের মা সুস্থ আছেন।

“তবে শিশু দুটির বুকের সঙ্গে জোড়া লাগা ছাড়াও আর কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো দরকার।”

শিশুদের মা সাথী আক্তার চিন্তা বলেন, তাদের আগে একটি মেয়ে আছে। দ্বিতীয়বার গর্ভধারণের কয়েক মাসের মাথায় জানতে পারেন তার জমজ মেয়ে হবে।

“এখন সিজারের মাধ্যমে জমজ মেয়ে হলেও দুজনের বুক জোড়া লাগানো।”