সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে ‘জমি কেনা নিয়ে বিরোধের জেরে’ এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 06:48 AM
Updated : 24 July 2017, 11:17 AM

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে বলে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইসহাক আলী জানান।

নিহত খোরশেদ আলী খুশি (৫২) ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিক জানিয়েছেন।

ইউপি সদস্য ইসহাক আলী জানান, ওই এলাকায় কাজীপুরের এক ব্যক্তির ১৮ শতক জমি আছে যা বর্গা নিয়ে আবাদ করিয়ে আসছিলেন গুলটা মুনসুর আলী কলেজের প্রভাষক আব্দুল আজিজ।

জমির মালিক সম্প্রতি ওই জমি খুশির কাছে বিক্রি করে দিলে সোমবার সকালে খুশি সেখানে আইল দিতে যান। বিষয়টি জানতে পেরে আজিজ জমিতে গিয়ে খুশিকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ইউপি সদস্যের ভাষ্য। 

পরিদর্শক ফজলে আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি।”

যার বিরুদ্ধে অভিযোগ, সেই আব্দুল আজিজের বক্তব্য বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম জানতে পারেনি।