ঝালকাঠিতে মাদক মামলায় দুই স্ত্রীসহ স্বামী দণ্ডিত

মাদক মামলায় দুই স্ত্রীসহ স্বামীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 03:59 PM
Updated : 23 July 2017, 03:59 PM

রোববার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, সদর উপজেলার দারখী গ্রামের শামসুল আলম এবং তার দুই স্ত্রী জেসমিন বেগম ও নাসিমা বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ২৩ নভেম্বর শামসুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শামসুল আলম ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

রায়ে একই সঙ্গে তাদের দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, দণ্ডিদের মধ্যে নাসিমা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই জামিনে থাকলেও আদালতে আসেন নি।