জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের আক্কেলপুরে শিশু সাদ্দাম হোসেন অপহরণ মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 01:56 PM
Updated : 23 July 2017, 01:56 PM

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার ফেরদৌস হোসেন, আব্দুল কাদের, ছয়মুদ্দিন মিয়া, ফাহমেদা বেগম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রহিম।

এদের মধ্যে ইব্রাহীম ও আব্দুর রহিম পলাতক রয়েছেন।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

তাছাড়া মামলা চলার সময় এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি এবং দোষী প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১১ নভেম্বর রাতে শিশু সাদ্দামকে নিজ বাড়ি থেকে সিঁধ কেটে অপহরণ করে আসামিরা। পরে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে একই বছরের ২৪ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া বেড়াই গ্রামের বাসট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আটজনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা করেন সাদ্দামের বাবা আব্দুস সামাদ।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী বিমান চন্দ্র বসাক।