রংপুরে বিকাশ কর্মীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

রংপুরের কাউনিয়া উপজেলায় দিনে দুপুরে এক বিকাশ কর্মীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 11:44 AM
Updated : 23 July 2017, 11:44 AM

রোববার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর-হারাগাছ সড়কে এ ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ জানিয়েছেন।

আহত বিকাশ কর্মী শাহরিয়ার সুমনকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ভর্তি করা হয়েছে।

ওই বিভাগের প্রধান এ এম আল রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহরিয়ারের গলায় গুলি আটকে আছে। তাছাড়া মাথায় ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে।

সোমবার অস্ত্রোপচার করে গুলি বের করা হবে বলে জানান তিনি।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, বিকাশ কর্মী শাহরিয়ার মোটরসাইকেলে করে রংপুর শহর থেকে হারাগাছে যাচ্ছিলেন। সাহেবগঞ্জ মোড় পেরিয়ে হারাগাছের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত শাহরিয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“গুলিটি তার গলায় বিদ্ধ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তারা শাহরিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি নিয়ে যায়।”

পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।

বিকাশের রংপুর পরিবেশক রেজাউল ইসলাম মিলন জানান, শাহরিয়ার সুমন আমার প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) পদে দীর্ঘদিন ধরে কাজ করেন। বেলা ১২টায় পাঁচ লাখ টাকা নিয়ে হারাগাছের বিভিন্ন বিকাশের দোকানে দেওয়ার জন্য যান।