কালকিনিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 03:33 PM
Updated : 21 July 2017, 03:33 PM

শুক্রবার বিকালে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের নিজ বসতঘর থেকে পুলিশ নার্গিস বেগমের (৩০) মরদেহ উদ্ধার করেছে।

নার্গিস ওই গ্রামের আসলাম চৌকিদারের স্ত্রী।

এ ঘটনার পর থেকে আসলামসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।  

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, ২০০৪ সালে নার্গিসের সঙ্গে আন্ডারচর গ্রামের আসলাম চৌকিদারের বিয়ে হয়। দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আসলাম।

“সম্প্রতি দেশে এসে আসলাম অন্য একটি মেয়েকে বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকে সংসারে অশান্তি শুরু হয়।”

এর জের ধরেই নার্গিসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার ভাই রফিকুল ইসলাম মিন্টুর দাবি।

নার্গিসের ভাই রফিকুল ইসলাম মিন্টু বলেন, “আমার বোনকে আসলাম ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ ঘরে রেখে পরিবারের সবাই পালিয়ে গেছে। আমরা বিচার চাই।”

ওসি বলেন, “আমরা লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্ত এবং ঘটনার তদন্তের পর বিস্তারিত জানাতে পারব। তবে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।”