গাইবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৫

গাইবান্ধার পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গাইবান্ধার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 04:17 PM
Updated : 20 July 2017, 04:17 PM

বৃহস্পতিবার দুপুরের এ সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস শেল ও ফাঁকা গুলি বর্ষণ করেছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ছাত্রদল পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে দুপুরে ক্যাম্পাসে ছাত্রদলের একটি মিছিল বের করার আয়োজন করছিল।

এনিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। 

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ চার রাউন্ড শট গানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি। 

আহতদের মধ্যে রয়েছেন পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খন্দকার ফরহাদ হোসেন, কর্মী বাপ্পী, মানিক, শাহজালাল, পলাশবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু সরকার, কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক সবুজ, পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক মিলন, কলেজ ছাত্রদল নেতা রাজিব, কর্মী সিদ্দিক, মাহমুদ, নয়ন, সাব্বির, শামীম রেজা ও আপেল।