ফেনীতে সিলোনীয়া নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 03:22 PM
Updated : 20 July 2017, 03:22 PM

এছাড়া বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে রাতের মধ্যে নদীতে পানি বাড়ার আশঙ্কা করছেন তিনি।

এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পরশুরামের সুবার বাজারের উত্তর পাশে সিলোনিয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে মনিপুর গ্রামসহ তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো জানান।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম সিলোনীয়া নদীর বেড়িবাঁধ ভাঙনের বিষয়টি শুনলেও বিস্তারিত জানাতে পারেননি।