পৈত্রিক ভিটায় প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার

পাবনার চাটমোহর উপজেলায় বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর স্মৃতি রক্ষায় একটি পাঠাগার স্থাপন করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 01:28 PM
Updated : 20 July 2017, 01:28 PM

রোববার উপজেলার হরিপুরের তার পৈত্রিক ভিটায় ‘প্রমথ চৌধুরী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন জেলা প্রশাসক রেখা রানী বালো।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, পাঠাগার উদ্বোধনের মাধ্যমে বর্তমান প্রজন্ম প্রমথ চৌধুরী সম্পর্কে জানতে পারবে, অহংকার করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ইকবাল কবির রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল মমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্প্রতি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা সরকার দখলে নেয়। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক কর্মীদের দাবির প্রেক্ষিতে সেখানে প্রমথ চৌধুরীর স্মৃতি রক্ষায় এ পাঠাগার স্থাপন করা হল।