শ্রীমঙ্গলে অসুস্থ পোষা হাতিকে ৭ দিন ধরে চিকিৎসা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রাজলক্ষ্মী নামে একটি পোষা হাতি অসুস্থ হয়ে পড়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 08:52 AM
Updated : 20 July 2017, 08:52 AM

শ্রীমঙ্গল প্রাণী সম্পদ বিভাগের ভেটেরেনারি সার্জন আরিফুর রহমান জানান, তিনি সাত দিন ধরে হাতিটিকে ঢাকা চিড়িয়াখানা ও ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা দিচ্ছেন।

হাতিটি মেরুদণ্ডে আঘাত পেয়েছে বলে তিনি ধারণা করছেন।

বুধবার সন্ধ্যা থেকে হাতিটি খাওয়া বন্ধ রাখায় তাকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

হাতির মালিক কমলঞ্জ উপজেলার কানাইদেশি গ্রামের সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন কাজের জন্য হাতিটি ভাড়া দেওয়া হয়।

“মাস দুই আগে এক বছর মেয়াদে ভাড়া দিয়েছিলাম নরসিংদীর কাজল খান নামে এক বক্তিকে। কাজল হাতিটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বিয়ে, সার্কাস, গাছ টানা, শোভাযাত্রা প্রভৃতি কাজে খাটাতেন।”

কাজল হাতিটিকে গত শুক্রবার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের ৫ নম্বর ব্রিজের পাশে রেখে ফোন দিয়ে জানালেও এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না বলে মালিক সিরাজের অভিযোগ।

তিনি বলেন, দাদার আমল থেকে তারা হাতি পালন করে আসছেন। একসময় তাদের আটটি হাতি ছিল। এখন আছে দুটি। অপরটির মালিক তার এক চাচা।

এ হাতিটি তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম জানিয়ে তিনি বলেন, এর কিছু হয়ে গেলে তাদের পথে বসতে হবে।

ঘটনাস্থলে হাতিটিকে কাহিল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তার চোখ নিয়ে অঝর ধারায় জল পড়ছে। কোনো খাবার খাচ্ছে না। আশপাশের লোকজন ভিড় করছে দেখার জন্য।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশশেরুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান সব সময় হাতিটির খোঁজখবর রাখছেন বলে তারা জানান।