শ্রীমঙ্গলে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক’ পরিচয়ে মেডি হেল্প সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 04:46 AM
Updated : 20 July 2017, 04:47 AM

জরিমানা অনাদায়ে এম এম এ বারী নামে এই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত করে নিশ্চিত হয়ে বুধবার বিকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

“আদালতের বিচারক মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট জে পি দেওয়ান বারীকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।”