ফুফুকে হত্যায় যুবকের যাবজ্জীবন

চাঁদপুরের টাকা না পেয়ে ফুফুকে গলাটিপে হত্যার মামলয় এক যুবককে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 09:40 AM
Updated : 19 July 2017, 09:40 AM

বুধবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নান্নু সিকদার (৩৫) মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হাই সিকদারের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমনাও করেছে আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, নান্নু ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাতে উত্তর নাওড়া গ্রামে তার ফুফু লায়লা বেগমের বাড়ি যান। সেখানে গিয়ে ফুফুর কাছে ২০ হাজার টাকা ধার চান।

টাকা নেই বলে জানালে রাত ১টার দিকে লায়লাকে গলাটিপে হত্যার পর দরজা বাইরে থেকে তালা দিয়ে নান্নু পালিয়ে যান। দুইদিন পর আত্মীয়স্বজন ও এলাকাবাসী দরজা ভেঙে লায়লা লাশ উদ্ধার করে বলে মামলার এজাহার থেকে জানা যায়।  

এরপর ২৯ সেপ্টেম্বর র‌্যাব ঢাকা থেকে নান্নুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। পরদিন লায়লার ছেলে ইউনুছ আজাদ বাদী হয়ে নান্নুর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান সরকার আদালতে নান্নুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।