এমপি লিটন হত্যা: অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কাদের খানের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 04:35 PM
Updated : 18 July 2017, 04:36 PM

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার স্পেশাল ট্রাইবুনাল আদালত-১ এর বিচারক রাশেদা সুলতানা এ সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে গুলিতে নিহত হন গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা কাদের খানকে বগুড়া থেকে গত ২১ ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তুল উদ্ধার করা হয়।

এ নিয়ে পুলিশ কাদের খানের বিরুদ্ধে মামলা করে এবং গত ৬ এপ্রিল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামানের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় কাদের খানকে আদালতে উপস্থিত ছিলেন।