চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুরে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 11:02 AM
Updated : 18 July 2017, 11:13 AM

চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোহাম্মদ উল্লা (২৪) উপজেলার সিং আড্ডা গ্রামের মজুমদার বাড়ির আবদুল জলিল মজুমদারের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, মোহাম্মদ উল্লা ২০১২ সালের ৬ অগাস্ট রাতে এনামুল হক নামে এক ব্যক্তির কাছে ২০ টাকা দাবি করেন।

এনামুল টাকা দিতে রাজি না হওয়ায় মোহাম্মদ উল্লার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।  

এক পর্যায়ে মোহাম্মদ উল্লা একটি ছুরি দিয়ে এনামের পিঠে ও পেটে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ উল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেন। ওই রাতেই এনামুলের বাবা ক্বারী আলী আহম্মদ বাদী হয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে কচুয়া থানার এসআই রফিকুল ইসলাম ওই বছরের ৩০ সেপ্টেম্বর মোহাম্মদ উল্লার বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এ মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে রাষ্ট্র পক্ষের আইনজীবী আমান উল্লাহ জানান।