খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ

খুলনার দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 03:01 AM
Updated : 18 July 2017, 03:04 AM

দৌলতপুর থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, মঙ্গলবার ভোরের দিকে দৌলতপুর কল্পতরু মার্কেট মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন (৩০) দৌলতপুর থানার আঞ্জুমান রোডের নুরু পাটোয়ারীর ছেলে।

ওসি হুমায়ূন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একদল ডাকাত কল্পতরু মার্কেট মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

“পুলিশের একটি দল অভিযন চালালে ডাকাতরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি করে। এ সময় ডাকাতদের গুলি অপর ডাকাত দেলোয়ারের হাঁটুতে বিদ্ধ হয়।”

পরে অন্য ডাকাতরা পালিয়ে গেলে দেলোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় বলে জানান ওসি হুমায়ূন।

দেলোয়ারের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

ঘটনাস্থল থেকে দুটি গুলি, দুটি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি হুমায়ূন বলেন, এ ঘটনায় আরও কয়েকজন আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবারও খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার এক আসামিসহ দুইজনের মৃত্যু হয়; পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন আরও একজন।