গাজীপুরের চার কাউন্সিলর জামিনে মুক্ত

বাস পোড়ানোর মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি সমর্থক চার কাউন্সিলর জামিনে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 09:30 AM
Updated : 17 July 2017, 10:17 AM

এই চারজন হলেন- ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ডের তানভীর আহমেদ, ২০ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম ও ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু।

হাই কোর্টের দেওয়া জামিনের কাগজপত্র রোববার বিকালে কারাগারে পৌঁছানোর পর তাদের মুক্তি দেওয়া হয় বলে গাজীপুর জেলা কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ জানান।

তিনি বলেন, এ মামলায় ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিউদ্দিন ও ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেকও জামিন পেয়েছেন। তবে সেই কাগজ কারাগারে না পৌঁছানোয় তাদের মুক্তি হয়নি।

২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় গাজীপুরের মেয়র এম এ মান্নান ও কয়েকজন কাউন্সিলরসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে এসআই হাফিজুর রহমান ওই বছর ২৭ জুলাই ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আসামিদের মধ্যে পলাতক আট কাউন্সিলর গত সপ্তাহে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই ছয় কাউন্সিলর পরে হাই কোর্টে জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।