বরিশালে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

এক অটোরিকশা চালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে সংগঠন থেকে বহিষ্কারে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে জেলা ছাত্রলীগ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 09:17 AM
Updated : 17 July 2017, 09:18 AM

ওই অটোরিকশা চালকের দায়ের করা মামলায় সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হয় রোববার রাতে।

এরপর রাতেই জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় ‘সংগঠনের শৃঙ্খলা ভঙ্গে’ তাকে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সুমন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এনিয়ে রোববার রাতে জেলা ছাত্রলীগের জরুরি সভা হয়।

“সভার সিদ্ধান্ত অনুযায়ী সুমনকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত চিঠি দেওয়া হয়েছে।”

এর আগে রোববার বিকালে ওই অটোরিকশা চালক তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

এরপর বরিশাল নগরীর কালিবাড়ি রোড থেকে ওইদিন রাতে সুমনকে গ্রেপ্তার করা হয় বলে জানান বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন।

‘ধর্ষিতা নারী’ তার দ্বিতীয় স্ত্রী জানিয়ে মামলার এজাহারে বানারীপাড়ার বেতাল গ্রামের বাসিন্দা ওই অটোরিকশা চালক বলছেন, চট্টগ্রামে ভাড়ায় অটোরিকশা চালানোর সময় তার সঙ্গে পরিচয়। প্রথম স্ত্রী ও সন্তান রেখেই ওই নারীকে বিয়ে করেন তিনি।   

আটদিন আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি ফিরে এলে প্রথম স্ত্রী তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয়।

এ নিয়ে পারিবারিক বিবাদ চলার মধ্যে শনিবার রাতে সুমন মোল্লা তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে ডেকে নিয়ে যায়।

পরে তাকে একটি বাড়িতে আটকে রেখে বানারীপাড়ার ওই ছাত্রলীগ নেতা তার দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণ করেন করেন বলে অভিযোগ ওই অটোরিকশা চালকের।