শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ব্যাহত

তীব্রে স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে; পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যান।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 11:18 AM
Updated : 16 July 2017, 11:58 AM

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, রোববারও ফেরি স্বাভাবিক চলতে না পারায় পারাপারের অপেক্ষায় থাকা যান বাহনের লাইন বাড়ছে। চার শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারছে না। আর যেগুলো চলছে পারাপারে অপেক্ষাকৃত সময় বেশি লাগছে বলে জানান তিনি।

তিনি বলেন, স্রোতের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে ফেরি আটকে যাচ্ছে। নতুন চ্যানেল দিয়ে পথ দুই কিলোমিটার বাড়ায় ও স্রোতের কারণে সময় লাগছে প্রায় দ্বিগুণ।

“স্বাভাবিক সময়ে পদ্মা পাড়ি দিতে প্রায় এক ঘণ্টা সময় লাগলেও এখন তা প্রায় পৌনে দুই ঘণ্টা থেকে দুই ঘণ্টা লেগে যাচ্ছে।”

রুটে ১৭টি ফেরির মধ্যে ১৩টি স্রোতের সঙ্গেপাল্লা দিয়ে চলাচল করলেও চারটি অলস বসে আছে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

তীব্র স্রোত ও পলি পড়ে চ্যানেল সরু হয়ে যাওয়ায় পুরনো চ্যানেল দিয়ে ফেরি কাঁঠালবাড়ি থেকে আসছে। নতুন চ্যানেল দিয়ে যাচ্ছে শিমুলিয়া থেকে।