সাপ না মারার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাপ না মারার আহ্বান জানিয়েছে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 03:55 PM
Updated : 15 July 2017, 03:58 PM

শনিবার তার ফেইসবুকে স্ট্যাটাসে প্রকৃতির জন্য সাপের অবদান ও সাপ নিধনে ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, “ঝুঁকি মনে হলে বাসায় কার্বলিক এসিড রাখবেন। খুব সমস্যা মনে হলে সাপ ধরে (গ্রামে সাপ ধরার মানুষ পাওয়া যায়) বন বিভাগ বা প্রাণী বিভাগে দিয়ে দিবেন। কিন্তু অযথা মেরে নতুন বিপদ ডেকে আনবেন না দয়া করে।

শাহরিয়ার আলমের ফেইসবুক স্ট্যাটাস

“ভয়ে ভয়ে একটা কথা বলি! শিরোনামে পররাষ্ট্রমন্ত্রী তার নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় লিখেছেন, ‘যতদূর জানি সাপ নিরীহ প্রাণীদের একটা। সাপ শুধুমাত্র আঘাত পেলে ছোবল দেয়। দেশের হাসপাতালগুলোতে এখন যথেষ্ট পরিমাণ এন্টিভেনম আছে।……….”

গত ১১ দিনে প্রতিমন্ত্রী নিজ জেলা রাজশাহীতেই মারা পড়েছে ২৫৬টির মতো গোখরা সাপ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাপ মারার খবর গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আসছে। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাপ না মারার পরামর্শ দিয়ে তার ফেইসবুকে এ স্ট্যাটাস দিলেন।