বঙ্গবন্ধু স্যাটেলাইট ‘১৬ ডিসেম্বর’ উৎক্ষেপণ: তারানা হালিম

বঙ্গবন্ধু স্যাটেলাইট এ বছরের ১৬ ডিসেম্বর উৎক্ষেপণের প্রত্যাশা করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 12:44 PM
Updated : 15 July 2017, 12:44 PM

শনিবার গাজীপুরের নলজানি বিটিসিএল কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে এ কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ ৮৮ ভাগ শেষ হয়েছে। এ বছরের অক্টোবরে গ্রাউন্ড স্টেশনের কাজ শেষ হবে। সেপ্টেম্বরে ইকুপমেন্ট টেস্টিং শুরু করা হবে।

“আমাদের টার্গেট এ বছর ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে। তবে তা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আবহাওয়ার উপর তা নির্ভর করবে।”

আগামী এপ্রিল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু পরিকল্পনা রয়েছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শতভাগ শেষ হয়েছে। ১৫ বছর জীবনকালের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের খরচ ধরা হয়েছে দুই হাজার ৯৬৭ কোটি টাকা।

স্যাটেলাইট ব্যবহারের জন্য কভারেজ এলাকা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।