মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান ওবায়দুল কাদেরের

মেধাবী, সৎ ও চরিত্রবান লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 12:12 PM
Updated : 15 July 2017, 12:18 PM

শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “মেধাবীরা রাজনীতি না করলে মেধাশূন্য ব্যক্তিরা দেশ চলাবে। অযোগ্যরা এমপি হবে। অযোগ্য ব্যক্তিরা মন্ত্রী -মিনিস্টার হবে।

“চরিত্রবানরা না এলে চরিত্রহীন-খারাপ লোকেরা রাজনৈতিক মঞ্চ দখল করবে। রাজনীতি মেধাবী, সৎ লোকদের করতে হবে, চরিত্রবানদের করতে হবে।”

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে মাদক ও দুর্নীতিকে না বলার শপথ করান।

মাদককে নীবর সুনামি মন্তব্য করে  সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের নতুন সমাজের একটা অংশ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক, ইয়াবা বাংলাদেশের সাইলেন্ট সুনামি।  এই সুনামির বিরুদ্ধে আমাদের তরুণ সমাজকে, সকল রাজনীতিককে ঐক্যবদ্ধ হতে হবে।

“আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ভবিষ্যৎ হন্তারক, নীবর সুনামি মাদক-ইয়াবাকে প্রতিরোধ করি।”

এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ মিয়া।

রেজিস্টার অধ্যাপক মো. মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য আবুল হোসেন।