ছয় দিন ধরে বিকল ভোলা- লক্ষ্মীপুর রুটের ‘কিষাণী’ ফেরি

ভোলা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী ‘কিষাণী’ ফেরি বিকল হয়ে আছে ছয়দিন ধরে। পারাপার ব্যাহত হওয়ায় দুই ঘাটে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 11:11 AM
Updated : 17 July 2017, 12:45 PM

শনিবার ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আলম হাওলাদার এ কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলা-লক্ষ্মীপুর রুটে রুটে কুসুমকলি,কনকচাপা ও কিষাণী নামে তিনটি ফেরি চলাচল করে। গত সোমবার (১০ জুলাই) ফেরি কিষাণী বিকল হয়ে গেছে।

“শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর মজু চৌধুরীহাট ফেরি ঘাটে ১৫৩ টি ও ভোলা ঘাটে ১৫১টি যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে।”

ব্যবস্থাপক আলম ফেরি আরও জানান, ফেরি বিকল হয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ রুটের জন্য নতুন আরও একটি ফেরি চাহিদা বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপককে জানানো হয়েছে।