বেনাপোলে স্বর্ণের বারসহ নারী আটক

বেনাপোল চেক পোস্টে এক বাংলাদেশি নারীর কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 07:04 AM
Updated : 15 July 2017, 07:04 AM

শনিবার সকালে চেক পোস্ট ইমিগ্রেশন অফিসের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ সাদিক।

আটক রুখশানা আক্তার (৩১) ঢাকা মহানগরীর মুগদা এলাকার আবুল হোসেনের মেয়ে।

মোহাম্মাদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন  নারী পাসপোর্টযাত্রী সোনার একটি চালান ভারতে পাচারের জন্য বেনাপোল চেক পোস্টে অবস্থান করছেন সংবাদ পেয়ে গোয়েন্দা টিমের সদস্যরা সেখানে অবস্থান নেন।

“সকাল নয়টার দিকে চেক পোস্ট ইমিগ্রেশন অফিসের সামনে ভারতে যাওয়ার লাইন থেকে রুখশানাকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন দুই কেজি ৭৫০ গ্রাম।”

স্বর্ণের বার বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে। স্বর্ণ পাচারের অভিযোগে রুকশানার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে তাকে পুলিশে  হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গত এক সপ্তাহে বেনাপোল সীমান্ত থেকে চারজন বাংলাদেশি পাসপোর্টযাত্রীর  কাছ থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারতের পেট্রাপোল কাস্টমস উদ্ধার করেছে ২০টি।