লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মারা গেছেন

লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫ বছর বয়সী শামছুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 04:43 AM
Updated : 14 July 2017, 01:17 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামছুল ইসলাম বেশ কিছুদিন ধরে জ্বর ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ভোরে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

“পথে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

দুই ছেলের বাবা শামছুল ইসলাম ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি সারাদেশে প্রথমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন। এর আগে তিনি জেলা পরিষদ প্রশাসক ও সচিব ছিলেন।