ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 02:05 PM
Updated : 13 July 2017, 02:06 PM

বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ভোলা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শাকিল বলেন, “বাস ভাংচুর ও শ্রমিকদের মারধর এবং বিভিন্ন সময়ে বাস থেকে চাঁদা দাবি করার প্রতিবাদে যে কর্মসূচি দিয়েছি তা সাময়িকভাবে তুলে নিচ্ছি।

“বুধবারের ঘটনায় জাকির হোসেন পঞ্চায়েতসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার না করলে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিব।”

লালমোহন উপজেলা শ্রমিক লীগ সভাপতি জাকির পঞ্চায়েত বুধবার বাস চালক মামুনকে মারধর করেন। এর প্রতিবাদে বুধবার বেলা ২টা থেকে ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন ।

এ ঘটনায় জাকির পঞ্চায়েতসহ চারজনের নাম ‍উল্লেখ ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

জেলা বাস মলিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথায় সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করে নিলাম। সঠিক সমাধান না হলে আবার ধর্মঘট ডাক দিতে বাধ্য হব।”

জাকির পঞ্চায়েত সাংসদ শাওনের চাচাত ভাই।