বরিশালে ৭ ইউপিতে বিএনপির ভোট বর্জন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির সব প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।  

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 12:31 PM
Updated : 13 July 2017, 12:31 PM

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার আন্ধারমানিক, লতা, জয়নগর, চর এককরিয়া, গোবিন্দপুর, আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের মোট ৬৩ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকরা বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন।

সবকটি কেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে নেওয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়েও লাভ হয়নি বলে জানান তিনি। 

ভোট বর্জনকারী বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আন্ধারমানিক ইউনিয়নের আব্দুর রহমান, লতা ইউনিয়নে নাজমুল হক তিনু, জয়নগর ইউনিয়নে দুলাল বেপারী, চর এককরিয়া ইউনিয়নে কামাল উদ্দিন আহম্মেদ, গোবিন্দপুর ইউনিয়নে আব্দুল মোতালেব দেওয়ান, আলিমাবাদ ইউনিয়নে মাইনুদ্দিন মৃধা ও শ্রীপুর ইউনিয়নে কাজী সাখাওয়াত হোসেন রুবেল।

তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে বলে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খানের দাবি।

এবার সাত ইউনিয়নে মোট ভোটার ৮২ হাজার ২৯৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৯৫৩ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ৩৪৪ জন।