স্ত্রীকে নির্যাতনের মামলায় এসআই কারাগারে

‘যৌতুকের দাবিতে’ স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের এক উপ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছে শেরপুরের একটি আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 11:44 AM
Updated : 13 July 2017, 11:49 AM

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এসআই শাহিনুল ইসলাম শাহিন।

শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আধার জানান।

শাহীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নিয়োজিত। তার বাড়ি শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের

আইনজীবী রফিকুল বলেন, ২০ লাখ টাকা যৌতুক না পেয়ে গত ২২ মে রাতে নিজ বাড়িতে স্ত্রীর উপর নির্যাতন চালান এসআই শাহিন ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় ৫ জুন শাহিন ও তার পরিবারের আরও চার সদস্যকে আসামি করে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার শাশুড়ি।

বুধবার তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।