ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে তরুণ নিহত

ফেনী সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2017, 04:18 AM
Updated : 12 July 2017, 04:29 AM

র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল (২৪) ডাকাতদলের সদস্য বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তা শাফায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার মধ্যরাতে র‌্যাবের কাছে খবর আসে, লেমুয়া এলাকায় প্রাইভেট কারে ডাকাতি হচ্ছে।

“র‌্যাবের একটি দল ওই এলাকায় গেলে ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি করলে ফয়সাল ও সেলিম নামে দুই ডাকাত আহত হয়। তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।”

আহত সেলিমকে (২৬) ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শাফায়াত জানান।

তিনি বলেন, “গোলাগুলির পর ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি ওয়ান শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।