নেত্রকোণায় ৯ শিক্ষার্থী অসুস্থ

নেত্রকোণা সদর উপজেলায় একটি স্কুলে নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 01:37 PM
Updated : 11 July 2017, 01:37 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার ছদ্দু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই শিক্ষার্থীদের সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশেম।

এরা হল ইয়ামীন, সিফাত, শামীম, সোনিয়া, নভেল, তুর্জয়, সাব্বির, শামীম ও মণি। তাদের বয়স ৯ থেকে ১২ বছর।

চিকিৎসকেরা বলছেন, একই খাদ্য খেয়ে বিষক্রিয়ায় এই ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়েছে।

আবুল কাশেম বলেন, স্কুলের প্রায় ১৮ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে নয় জনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

“স্কুলের পাশে পশ্চিম বামনমোহা বাজারের বাবুল হকের দোকান থেকে ছাত্র-ছাত্রীরা বড়ইয়ের বার্মিজ আচার কিনে খায়।ক্লাসে গিয়ে এই শিক্ষার্থীরা বেঞ্চে মাথা দিয়ে ঝিমাতে থাকে এবং পেটে প্রচণ্ড ব্যথা অনুভবের কথা জানায়।”

কিছু সময়ের মধ্যেই একে একে তারা সংজ্ঞা হারাতে থাকলে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার পাল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে শিশু শিক্ষার্থীরা।তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

তবে তারা বিপদমুক্ত রয়েছে বলে জানান এ চিকিৎসক।