লক্ষ্মীপুরে মাকে হত্যায় ছেলের প্রাণদণ্ড

লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 07:46 AM
Updated : 11 July 2017, 07:46 AM

মঙ্গলবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী ১০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত হারুন অর রশিদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।   

মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জেরে ২০০৫ সালের ১৭ জুলাই রাতে গৃহবধূ খায়রুন নেছাকে তার ছেলে হারুন কুপিয়ে হত্যা করে।পরে লাশ পুঁতে রাখেন।

এলাকাবাসী বিষয়টি টের পেয়ে হারুনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে হারুনের দেওয়া তথ্যে খায়রুনের লাশ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী হয়ে হারুনকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর হারুনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

রায়ের আগে এ মামলায় ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম জানান।