আটপাড়া সীমান্তের ওপারে আটক বাংলাদেশিকে ফেরত

জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধ প্রবেশের দায়ে আটক আল আমিনকে ছয় ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 03:05 PM
Updated : 9 July 2017, 03:05 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আল আমিনকে ফেরত দেওয়া হয় বলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান।

আল আমিন ভোলার আলীনগর গ্রামের ফকরুল বিশ্বাসের ছেলে।

অধিনায়ক ইমতিয়াজ চৌধুরী জানান, রোববার বেলা ১১টার দিকেআটাপাড়া সীমান্তের ২৮৫ পিলার সংলগ্ন এলাকা দিয়ে চাকরির সন্ধানে আল আমিন ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বিজিবির উদ্যোগে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আল আমিনকে বিএসএফ ফেরত দেয় বলে জানান তিনি।