ভারতে কারাবাস শেষে দেশে ফিরলেন আদিবাসী যুবক

অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতে কারাবাস শেষে দেশে ফিরেছেন শেরপুরের এক আদিবাসী যুবক।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 01:00 PM
Updated : 9 July 2017, 01:00 PM

রোববার শেরপুরের নাকুগাঁও সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বার্নাড সিএইচ মারাক (২৫) নামে ওই যুবককে বিএসএফ ফেরত দেয় বলে জেলার হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান জানান।

বার্নাড মারাক নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাটা গ্রামের মাইকেল এম সাংমার ছেলে।

কমান্ডার ফজলুর জানান, গত ১৪ ফেব্রুয়ারি পানিহাটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বার্নাড। পরে বিএসএফ তাকে ধরে ভারতীয় পুলিশে দেয়।

“আদালতের আদেশে চার মাস ২৫ দিন কারাভোগ শেষে তাকে দেশে ফিরিয়ে দেওয়া হয়।”

বার্নাড মারাক ফেরত দেওয়ার সময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, পুলিশের এসআই ডি হাজং এবং বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান ও পুলিশের এস শাহ আলম উপস্থিত ছিলেন।