লক্ষ্মীপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 04:27 PM
Updated : 6 July 2017, 04:27 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ‘মতিন ট্রেডার্স’ নামের ওই পেট্রোল পাম্পে আগুন ধরে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, স্থানীয় জনতা ও পুলিশ আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পাম্পের কর্মচারী কবির হোসেন জানান, হঠাৎ পাম্পে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

“আগুন নিয়ন্ত্রণের আগেই দুটি ট্রাক, একটি তেলবাহী ট্যাঙ্ক লরি, একটি তেলের মেশিন ও অফিসকক্ষ পুড়ে যায়।”

এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমদ জানান, ফায়ার সার্ভিসের মহড়া চলাকালে রায়পুরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাদের চারটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করেছে বলে জানান তিনি।

সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের পর থেকে পাম্পের মালিক, ম্যানেজার ও অন্য কর্মচারীদের পাম্প এলাকায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।