বয়লার বিস্ফোরণ: নওগাঁর পায়েলের দাফন সম্পন্ন

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত নওগাঁর আমিরুজ্জামান আমির পায়েলের দাফন সম্পন্ন হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2017, 05:57 PM
Updated : 5 July 2017, 05:57 PM

বুধবার সকাল ৯টায় গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার সাড়তা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এলাকাবাসী জানান, পায়েলের মরদেহ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পার-নওগাঁ চকরামপুর মহল্লায় পৌছে। এ সময় তাকে এক নজর দেখার জন্য আত্মীয়স্বজন চুটে আসেন।

বুধবার সকাল ৮টায় শহরের চশরামপুরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার সাড়তা গ্রামে সকাল ৯টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দুই ভাই ও দুই বোনের মধ্যে আমিরুজ্জামান আমির পায়েল (২৭) দ্বিতীয়। তারা শহরের পার-নওগাঁ চকরামপুর মহল্লায় বাসিন্দা। ছয় বছর আগে তার বাবা আজিজুল ইসলাম মারা যান। মা পুষ্প বেওয়া গৃহিনী।

পরিবারে টানাপোড়নের মধ্য দিয়েও পায়েল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেন। এরপর ঢাকা উত্তরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করার পাশাপাশি পাঁচ বছর থেকে মাল্টি ফ্যাবস লিমিটেডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে চাকরি শুরু করেন।

দুই বছর আগে পড়াশুনা শেষ হলেও সেখানেই ফুল টাইম চাকরি শুরু করেন।

সোমবার সন্ধ্যায় ওই কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার চারতলা ভবনের দুইতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে। এ ঘটনায় পায়েলসহ ১৩ জন নিহত হন।আহত হন অন্তত অর্ধশত।