রাজশাহীর জামায়াত নেতা আতাউরের বিরুদ্ধে যৌতুক মামলা

রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির আতাউর রহমানের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী দাবিদার রশিদা বেগম।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2017, 08:18 PM
Updated : 7 Dec 2017, 09:47 AM

মঙ্গলবার রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে এ মামলা করেন তিনি।

বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুনানি শেষে বিচারক মো. মাহবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন। পরে আসামির বিরুদ্ধে সমন জারি করে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে আতাউর রহমানকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।

মামলায় আতাউর রহমানের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ আনা হয়েছে বলে জানান মোমিনুল ইসলাম।

রশিদা বেগম মামলায় অভিযোগ করেন, ২০১৬ সালের ১১ এপ্রিল আতাউর রহমানের সঙ্গে দুই লাখ টাকা দেনমোহরে তার বিয়ে হয়। তারা এক সঙ্গে গোপনে বসবাসও শুরু করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে আত্মগোপন থেকে প্রকাশ্যে আসেন আতাউর। কিন্তু তখন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন এই জামায়াত নেতা।

রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির আতাউর রহমান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদেরও সদস্য।

২০১৪ সালের ৫ জানুয়ারির আগে ও পরে বিভিন্ন মামলার আসামী হয়ে তিনি রশিদার বাড়িতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।