জঙ্গি ‘সংশ্লিষ্টতা’, নাটোরে কাউন্সিলরের স্ত্রীসহ আটক ৩

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে নাটোর পৌরসভার কাউন্সিলর নান্নু শেখের স্ত্রীসহ তিনজনকে জন্য আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 02:20 PM
Updated : 1 July 2017, 02:20 PM

এরা হলেন, নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের স্ত্রী শিউলি আক্তার, কাউন্সিলরের ছোট ভাই জহুরুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগম।

নাটোরর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত জানান, শনিবার শহরের কানাইখালি এবং বড়হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, “এক জঙ্গি নেতা কাউন্সিলর নান্নু শেখের বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদে শুক্রবার রাত দুইটায় অভিযানে যায় পুলিশ।

“শনিবার ভোরে শহরের কানাইখালি এবং বড়হরিশপুর থেকে ওই তিনজনকে আটক করা হয়। তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।”

আটকদের নাটোর সদর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাসনাত।

এ নিয়ে কাউন্সিলর নান্নু শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাজ পুলিশ করছে। আমি নিশ্চিত যে আমার পরিবারে কোনো জঙ্গি নাই।”