উত্ত্যক্তের প্রতিবাদ করায় গৃহবধূর স্বামীসহ ৪ জনকে কুপিয়ে জখম

নীলফামারী সদরে এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার স্বামী ও তিনভাইকে কুপিয়ে জখম করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 04:07 PM
Updated : 28 June 2017, 04:07 PM

নীলফামারী থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, বুধবার দুপুরে গৃহবধূর বড় ভাই আলমগীর হোসেন রাজা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আহতরা হলেন, গৃহবধূর স্বামী সাজু মিয়া, গৃহবধূর ভাই আলমগীর হোসেন রাজা, কাজী জাহাঙ্গীর ওয়ার্ছি ও কাজী রতন। তারা নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মামলার বরাত দিয়ে ওসি জহুরুল বলেন, মঙ্গলবার বিকালে সাজু মিয়ার স্ত্রীকে উত্ত্যক্ত করেন আট বখাটে। এ ঘটনার প্রতিবাদ করেন সাজু।

“এ সময় সাজুকে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রীর সঙ্গে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেই। খবর পেয়ে গৃহবধূর তিন ভাই ঘটনাস্থলে গেলে তাদেরও কুপিয়ে পালিয়ে যায়।”