তিস্তায় নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে লালমনিরহাট সীমান্তে তিস্তায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ পাওয়া গেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 09:30 AM
Updated : 28 June 2017, 09:30 AM

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ কথা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দহগ্রাম এলাকায় তিস্তা নদীতে ভারতীয় অংশ থেকে বিএসএফ অরুণ ক্যাম্পের সদস্যরা ল্যান্স নায়েক সুমন হাওলাদারের লাশ উদ্ধার করেছেন।

গোলাম মোর্শেদ জানান, উদ্ধারের পর লাশ বিএসএফ হেফাজতে রাখা হয়েছে। বিকালে তিন বিঘা করিডোরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।

সোমবার গভীর রাতে স্পিডবোটে করে পাটগ্রাম উপজেলার তিস্তা নদীতে টহল দিচ্ছিলেন বিজিবির ল্যান্স নায়েক সুমন হাওলাদারসহ চার সদস্য। নৌকায় করে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন সুমন।

এরপর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, বিজিবি ও বিএসএফের তিনটি স্পিডবোটও সুমনের খোঁজে অভিযান শুরু করে।

মঙ্গলবার রাতে নদীতে তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়। বুধাবর সকালে আবার তল্লাশি শুরু করা হয়।