মৈনট ঘাটে পদ্মায় নিখোঁজ এক ছাত্রের লাশ উদ্ধার

ঈদের ছুটিতে ঢাকার দোহারে পদ্মার মৈনট ঘাটে গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ ‍উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 04:40 AM
Updated : 28 June 2017, 04:41 AM

দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই আরব আলী জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীতে মহিম (২০) নামে এক যুবকের লাশ পাওয়া যায়। 

মহিম ঢাকার মোহাম্মদপুরের শাহ আলমের ছেলে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।  

তার সঙ্গে বেড়াতে যাওয়া ঢাকার মিরপুরের নাসির ঢালীর ছেলে মিরপুর কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় ঢালী (১৯) এবং মিরপুরের বড়বাগ এলাকার জামাল উদ্দিনের ছেলে মণিপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সালমান বিন জামাল (১৯) এখনও নিখোঁজ।

ঈদের পরদিন মঙ্গলবার বিকালে মহিমসহ পাঁচজন ঢাকা থেকে দোহারে বেড়াতে যান। মৈনট ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব-দক্ষিণে ঝাঁওকান্দি এলাকায় তারা নদীতে নামেন। এক পর্যায়ে তীব্র স্রোতে তাদের মধ্যে তিনজন তলিয়ে যান।

পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনার পরপরই নিখোঁজদের সন্ধানে পদ্মায় তল্লাশি শুরু করে। কিন্তু তীব্র স্রোতের কারণে রাত ১২টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

এসআই আরব আলী জানান, নিখোঁজ তিন ছাত্রের সন্ধানে বুধবার সকালে দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে নদী থেকে মহিমের লাশ উদ্ধার করা হয়।

বাকি দুই ছাত্রের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরব আলী বলেন, গতবছরও ঈদের ছুটিতে মৈনট ঘাটে বেড়াতে এসে পদ্মায় ডুবে বিশ্ববিদ্যালয়ের তিনছাত্রসহ আরও কয়েকজনের মৃত্যু হয়। এ ধরনের ঘটনা এড়াতে এবার ঈদের ছুটিতে মৈনট ঘাটে সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছিল, যাতে কেউ পদ্মায় গোসল করতে নামতে না পারে।

কিন্তু ওই পাঁচ ছাত্র মৈনট ঘাট থেকে অনেকটা দূরে গিয়ে পদ্মায় নেমে বিপদে পড়ে বলে জানান তিনি।