লক্ষ্মীপুরে এলডিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাসভবনে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুরসহ পাঁচজনকে আহত করার অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 04:31 AM
Updated : 28 June 2017, 04:32 AM

তবে উপজেলা ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

এলডিপি নেতা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর তার রতনপুরের বাড়িতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

হামলায় কাউছার মাল, জাহিদ, আজিম, শাকিল ও দুলাল নামে পাঁচ নেতাকর্মী আহত হন বলে তার অভিযোগ।

আহত কাউছার, জাহিদ ও আজিমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কাউছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেলিম ভাই বেরিয়ে যাওয়ার পর ছাত্রলীগের ১৫-২০ জন নোতকর্মী এই হামলা চালায়।”

তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শুভ বলছেন, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ এই হামলার সঙ্গে জড়িত নেই।

এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।