মৈনট ঘাটে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থী

ঈদের ছুটিতে ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

ফারহানা মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 05:11 PM
Updated : 28 June 2017, 12:12 PM

মঙ্গলবার বিকালে উপজেলার মৈনট ঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

এরা হলেন, ঢাকার মনিপুরী কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র মো. সালমান (২২), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির স্নাতকের ছাত্র মহিম (২২) ও মিরপুর কর্মাস কলেজ স্নাতকের ছাত্র সুপ্রিয় (২৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সিরাজুল বলেন, ঢাকা থেকে আগত পাঁচ বন্ধু বিকাল সাড়ে ৫ টার দিকে মৈনট ঘাট দিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ডুবে যায়।”

ফাইল ছবি

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। রাত ১১টার দিকেও তিন শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভ্রমণে যাওয়া একদল শিশু-কিশোরের নৌকা ডুবে তিনজন ও চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে লালমনিরহাটে তিস্তায় নিখোঁজ হয়েছেন সুমন হাওলাদার নামে এক বিজিবি সদস্য।