উৎসবের রঙ সারা দেশে

এক মাস রোজা শেষে উৎসাহ-উদ্দীপনায় ঈদ উদযাপন করেছে বাংলাদেশের মুসলমানরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 05:03 AM
Updated : 26 June 2017, 12:10 PM

সোমবার সকালে সারা দেশে বিভিন্ন ঈদগাহে আর মসজিদে ঈদের নামাজ শেষে মোনাজাতে এসেছে শান্তির প্রত্যাশা।

এরপর নতুন পোশাকে পাড়া বেড়িয়ে, খানা-পিনা আর আড্ডা-আনন্দে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী

রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

এতে ইমামতি করেন হযরত শাহ্ মখদুম জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী।

রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্যরা ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা ঈদগাহ ময়দানে একে অপরেরর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  

এবার রাজশাহীতে এক হাজার ৩০২টি ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ

গোপালগঞ্জে সোমবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ নামাজে অংশ নেন।

বরিশাল

বরিশালে ঈদ উদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান, জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন।

এছাড়া বিভাগের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। এখানে অন্তত ৩০ হাজার লোক ঈদের নামাজ পড়েন।

মৌলভীবাজার

মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে সোমবার সকাল সাড়ে ৬টায় ঈদুল ফিতরের প্রধান তিনটি জামাত হয়েছে।

প্রথম জামাত হয় শহরের শাহ মোস্তফা সড়কে মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে। সেখানে ইমামতি করেন মুফতি মাওলানা শামসুল ইসলাম।

একই স্থানে সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত ও সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

নড়াইল

নড়াইলের পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হয়। ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী।

ছেলে সাহিলকে সঙ্গে নিয়ে নড়াইলে নিজের এলাকায় ঈদের নামাজে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জেলা প্রশাসক ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৌর ঈদগাহ ময়দানে নামাজ পড়েন।  নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

শেরপুর

শেরপুরে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় । নামাজে ইমামতি করেন এস আর মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন নামাজে অংশ নেন।  

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।

নেত্রকোণা

নেত্রকোণায় এবার এক হাজার ৭৪০টি ঈদগাহ ময়দান এবং মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ৯টায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্টিত হয় জেলা শহরের মোক্তারপাড়া বড় মসজিদে। জামাতে অংশ নেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যান্যরা।