চাঁদপুরে বড় ভাইকে হত্যায় যুবকের ১০ বছরের দণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে বড়ভাইকে হত্যা মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 10:46 AM
Updated : 20 June 2017, 10:46 AM

মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।

দণ্ডিত মাইনুদ্দিন ঢালী (৩২) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার মৃত আমির হোসেন ঢালীর ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

একইসঙ্গে আদালত তাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বলে জানান সরকার পক্ষের আইনজীবী পিপি আমান উল্যাহ।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০১০ সালের ২৬ মে দুপুরে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঢালী ফার্মেসিকে কেন্দ্র করে মাইনদ্দিন ও বড় ভাই আরিফ হোসেন ঢালীর মধ্যে ঝগড়া হয়।

“এক পর্যায়ে মাইনুদ্দিন বড় ভাইকে হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে।”

এ ঘটনায় আরিফের স্ত্রী মাহমুদা আক্তার লিপি বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন একই বছর ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।